ধলাইয়ে ১৪ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ১
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : ধলাই এলাকা থেকে ১৪ কোটি টাকার মাদক সহ এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। মঙ্গলবার কাছাড়ের পুলিশসুপার নুমাল মাহাত্ত জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে ধলাই থানার অন্তর্গত শিলচর-আইজল সড়কে রামপ্রসাদপুর এলাকায় একটি নম্বর বিহীন মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ২৬০ গ্রাম হোরোইন বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। পাশাপাশি আটক করে কচুদরম এলাকার রাকেশ সিনহা নামের এক পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য ১৪ কোটির অধিক হবে বলে জানান পুলিশসুপার।

