বনভোজনের চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দগ্ধ বেশ কয়েকজন

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : বনভোজনের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জেলারেটর থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ সিধাই থানা অধীন জগৎপুর চৌমুহনী এলাকায় সংঘটিত হয়। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন যুবক।

দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোটা বাস ভষ্মিভূত হয়ে যায়।  দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতা আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে। ৬ জনকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বনভোজনের চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দগ্ধ বেশ কয়েকজন

আহতদের কাছ থেকে জানা গেছে বনভোজন থেকে ফেরার পথে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বাসের ভেতর থাকা জেনারেটার থেকে অগ্নিসংযোগের উৎপত্তি হয়েছে। আগুন দেখে যুবকরা হুলুস্থুল শুরু করে। কিন্তু নির্জন এলাকা হওয়ায় তারা গাড়ি থেকে নামতেও দুই থেকে তিন মিনিট দেরি করে। কিন্তু এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আহত হয় কয়েকজন যুবক। পরবর্তী সময় আশেপাশের মানুষজনের নজরে আসতেই খবর দেওয়া হয় দমদম কর্মীদের। মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Author

Spread the News