বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : ভকতপুরে জাতীয় কৃষক দিবস উপলক্ষে স্থানীয় কৃষকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে এবং সিঙ্গারি উন্নয়ন সমিতি ও ঝলক চক্রবর্তী ফ্যান্স ক্লাব-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন রোটারিয়ান রাজা ভট্টাচার্য। তিনি কৃষক দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল স্তম্ভ হলেন কৃষকরা। এরপর রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডা. রজত দেব কৃষক দিবস উদযাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, কৃষকদের সম্মান ও সহায়তা ছাড়া একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়।
সভায় রোটারিয়ান সুহাষ রঞ্জন ধর কৃষকদের জন্য বিভিন্ন ব্যাংক ঋণ ব্যবস্থা ও সরকারি আর্থিক সহায়তা প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যা কৃষকদের বাস্তব জীবনে অত্যন্ত উপযোগী বলে উপস্থিত কৃষকরা মত প্রকাশ করেন। পাশাপাশি প্রাক্তন পৌর সদস্য ঝলক চক্রবর্তী আধুনিক কৃষিপদ্ধতি, উৎপাদন বৃদ্ধি ও টেকসই চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও রোটারি ক্লাব গ্রেটার শিলচরের কর্মকর্তা রোটারিয়ান পান্না দাস, সিঙ্গিরী উন্নয়ন সমিতি ও ঝলক চক্রবর্তী ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা সক্রিয় ভাবে উপস্থিত থেকে
আলোচনার পাশাপাশি সমাজ ও দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সম্মানার্থে সামান্য কৃষি সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, কৃষকরাই দেশের প্রকৃত অন্নদাতা। তাঁদের নিরলস পরিশ্রম ও ত্যাগের ওপরই সমাজের সুস্থতা ও সমৃদ্ধি নির্ভরশীল। এ ধরনের সচেতনতা কর্মসূচি কৃষকদের মনোবল বাড়ানোর পাশাপাশি নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে। অনুষ্ঠানে রোটারি ক্লাবের বিভিন্ন সদস্য, স্থানীয় বিশিষ্টজন ও বহু কৃষক উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন এই অনুষ্ঠানে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভকতপুর এলাকায় এক উৎসবমুখর আবহের সৃষ্টি হয়।


