সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ঘরে ডাকাতি ধলাইয়ে

সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ঘরে ডাকাতি ধলাইয়ে

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : সিবিআই পরিচয় দিয়ে লুটে নিল নগদ অর্থ, সোনা গহনা ডাকাত দলে। দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে
রবিবার শেষ রাতে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। সিবিআই পরিচয়ে ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হোসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা  গহনা।

আবুল জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত দুইটার কাছাকাছি সময়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ডাকাত  দল বাড়িতে প্রবেশ করে। সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে বন্দুকের নালের মুখে তাকে জিম্মি করে নেয়। ১৫-২০ জনের ডাকাত দল একে একে গৃহের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে। বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে সোনাদানা  টাকা-পয়সা সব দিয়ে দিতে বলে। অন্যতায় সবাইকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। ভয়ে ডাকাতদের হাতে চাবি তুলে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার।

সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ঘরে ডাকাতি ধলাইয়ে

ডাকাত দল আলমারি থেকে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা লুটে, যাওয়ার সময় ব্যবসায়ির গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশী লোকজনদের ডেকে  তুলে বিষয়টি অবগত করান। প্রতিবেশীরা বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত স্করপিও এন গাড়িতি দেখতে পান। ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়। এরই মধ্যে খবর দেওয়া হয়  পুলিশে। ঘটনার খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

Spread the News