শিলচর ডিএসএ-র ঋষিকেশ ও শেফালিকণা স্মৃতি বাৎসরিক ক্রীড়া উৎসবের সূচনা
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলচর ডিএস এ-র ঋষিকেশ ও শেফালিকণা স্মৃতি প্রাইজমানি বাৎসরিক ক্রীড়া উৎসবের প্রথম দিন সোমবার মোট ১৯টি ইভেন্টে খেলা হল। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। এক নজরে প্রতিটি ইভেন্টের সেরা তিন অ্যাথলিট অনূর্ধ্ব ১৩ ছেলেদের ২০০ মিটার স্প্রিন্ট: উমেশ ত্রিপুরা, সুরজ কুমার ভৌমিক, সাইদুল আলম বড়ভূইয়া। ১০০ মিটার: কৈলাশ রিয়াং, শাহিদুল বড়ভূঁইয়া, সুরজ দাস। অনূর্ধ্ব ১৩ মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট: হেমাবতী গড়, সারিকা বেগম লস্কর, উমা বৈষ্ণব। ১০০ মিটার: তামান্না ইয়াসমিন লস্কর, হেমবতী গড়, এমিলিয়া সাকাচেপ। অনূর্ধ্ব ১৬ মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট: অদিতি কুর্মি, ঊষা গড়, লীলা সিনহা। ১০০ মিটার: দিব্যা সিনহা, জয়শ্রী সিনহা, ঊষা গড়।
১৫০০ মিটার: রেশমি সুলতানা লস্কর, বিজয়া সিনহা, পুষ্পা সিনহা। অনূর্ধ্ব ১৬ ছেলেদের ব্রডজাম্প: দিদারুল ইসলাম তালুকদার, সন্দীপ নাথ, অভিজিৎ সিনহা। ১০০ মিটার: রিলহোইসিয়েক চরেই, বিশ্বজিৎ বৈষ্ণব, সন্দীপ নাথ। ১৫০০ মিটার: চিরঞ্জীত দাস, রাহুল সিনহা, সঞ্জীব রিকিয়াসন।
পুরুষদের আন্তঃক্লাব ১৫০০ মিটার: নীলকমল সিংহ, নাসিম উদ্দিন, নিপামাচা সিংহ। ১০০ মিটার: শাহেদ আখতার লস্কর, শ্যামল নায়েক, নীলকমল সিংহ। মহিলাদের আন্তঃক্লাব: কুটন গড়, সাবিনা বেগম, জ্যোতি রবিদাস।
পুরুষদের ওপেন ৪০০ মিটার: শাহেদ আখতার লস্কর, নীলকমল সিংহ, প্রতাপ মির্ধা। শটপুট: পিন্টু রাম, হিল্লোল আহমদ মজুমদার, মনোজ কুমার সিনহা। ডিসকাস থ্রো: হিল্লোল আহমদ মজুমদার, মনোজ কুমার সিনহা, রাজেশ দাশগুপ্ত। মহিলাদের ওপেন ৪০০ মিটার: কুটন গড়, সাবিনা বেগম লস্কর, জ্যোতি রবিদাস। ডিসকাস থ্রো: জুই চন্দ, শিল্পী চন্দ, প্রিয়া সিনহা। ১০০ মিটার : আবিদা বেগম লস্কর, তাহেরা ইয়াসমিন লস্কর, প্রিয়া সিনহা।
উল্লেখ্য, এদিনের ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিজয়কৃষ্ণ নাথ, সম্মানিত অতিথি অতিরিক্ত জেলা আয়ুক্ত রাজীব রায়, দুই স্পনসর অংশু কুমার রায়, ডঃ অনুপ কুমার রায়, ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, বর্তমান সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ। শুরুতে মশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে মশাল বহন করেন পম্পা আচার্য, দেবেন সিংহ, নজরুল আলম লস্কর ও কুটন গড়। অ্যাথলিটদের শপথ বাক্য পাঠ করান সহসচিব দেবাশিস সোম। ধন্যবাদ জ্ঞাপন করেন মাইনর গেমস সচিব সত্যজিৎ দাস।