শিলচরে সন্তোষমোহন দেবের আবক্ষ মূর্তি উন্মোচন রিপুন বরার

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের মূর্তি বসল। ১ এপ্রিল, শনিবার সোশ্যাল কালচারাল এডুকেশননাল অ্যান্ড স্পোর্টস ডেভেলাপমেন্ট ট্রাস্টের উদ্যোগে শিলচর রাজীব ভবন প্রেক্ষাগৃহের সামনে প্রয়াত জননেতা সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। প্রয়াত নেতার ৮৯তম জন্মদিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা ও ট্রাস্টের সভাপতি বাদল দে আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। সঙ্গে ছিলেন কন্যা সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। এরপর আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা পুষ্পার্ঘ ও মাল্যদান করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর  আয়োজিত সভায় সন্তোষমোহন দেবের অবিস্মরণীয় কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। প্রয়াত জননেতার আদর্শ ও নীতিকে লিপিবদ্ধ করে তাঁর স্মৃতিকথার উপর একটি গ্রন্থ সংকলন প্রকাশিত করার আবেদন জানিয়েছেন।

শিলচরে সন্তোষমোহন দেবের আবক্ষ মূর্তি উন্মোচন রিপুন বরার

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বলেন, গত ৩ দশক অসমের বুকে রাজনীতি করে গেলেও র সঠিক মূল্যায়ন হয়নি। উত্তর পূর্বের বর্ণময় ব্যক্তিত্ব তথা আবাল্য ক্রীড়া সংগঠক ও সমাজের হিতচিন্তক হিসেবে বরাক সন্তান প্রয়াত সন্তোষমোহন দেব তাঁর কর্মজীবনে দক্ষতার অনেক কৃতিত্ব রেখে গেছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে শুরু করে ডিএসএ স্টেডিয়ামের নির্মাণ সহ উন্নয়নে অবদান অপরিসীম। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর শিলচরকে দেশের মানচিত্রে তুলে ধরে উপত্যকার উন্নয়নকে এগিয়ে নিতে প্রয়াত নেতা তাঁর বিশেষ ভূমিকা পালন করে গেছেন। শুধু তাই নয় একজন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক জগতেও একজন সুদক্ষ ব্যক্তিত্ব হিসেবে অসংখ্য গুণের অধিকারী ছিলেন সন্তোষ মোহন দেব।বরাক সহ ব্রহ্মপুত্রের রাজনৈতিক আঁকাশে উনার উত্থান হয়েছিল উল্কা পিণ্ডের মতো।

প্রয়াত জননেতার ৮৯তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রবিবার সন্ধ্যায় স্থানীয় রাজীব ভবন প্রেক্ষাগৃহে কলকাতার সুনামধন্য সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সহ অন্যান্য বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন ট্রাস্টের কর্মকর্তারা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News