নগাঁওয়ে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুর

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : নগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার উন্নয়নমূলক প্রকল্প ও বিভিন্ন সরকারি কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করতে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। জেলা কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিতে মন্ত্রী পাল নগাঁও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে  যার মধ্যে উল্লেখযোগ্য হল গণপথ ও সড়ক বিভাগ,অরুণোদয় ৩.০, CMAAA ২.০, MGNREGA, মৎস্য বিভাগ প্রকল্প পশুপালন ও পশুচিকিৎসা বিভাগ প্রকল্প রেশন কার্ড বিতরণ জলজীবন মিশন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি পরিষেবা প্রদানকে আরও দক্ষ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। পর্যালোচনা সভায় নাগরিকদের কাছে সরকারি পরিষেবার কার্যকর সরবরাহ নিশ্চিত করার জন্য বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছ।

নগাঁওয়ে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুর

এই পর্যালোচনা সভা নাগরিকদের কল্যাণে সরকারি উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভায় উপস্থিত ছিলেন নগাঁও জেলার জেলা কমিশনার, নরেন্দ্র কুমার শাহ, স্থানীয় বিধায়ক, রূপক শর্মা, রাহা কেন্দ্রের বিধায়ক শশীকান্ত দাস সামাগুড়ির বিধায়ক দিপ্লুরঞ্জন শর্মা ও মৎস্য বিভাগের পরিচালক গৌরীশংকর দাস, সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা

নগাঁওয়ে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুর
নগাঁওয়ে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুর

Author

Spread the News