গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য মিছিল, শোভাযাত্রা বন্ধ
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য মিছিল, শোভাযাত্রা বন্ধ করল প্রশাসন। ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারায় এই আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গুয়াহাটির বিভিন্ন রাস্তায় এই মিছিল বা শোভাযাত্রার কারণে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, এই ধরনের মিছিলের কারণে গুয়াহাটিতে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।
ডিসিপি ইমদাদ আলি এই আদেশ জারি করেছেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়, তাহলে বিএনএস-এর ২৩৩ ধারায় জরিমানা করা হবে।

উল্লেখ্য, রবিবার কটন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিটি শোভাযাত্রা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কটন বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রায় পুলিশ বাধা দেয়।
