জানিগঞ্জে ব্যালোনো গাড়ি নিয়ে তাণ্ডব মদ্যপ চালকের, আটক

জানিগঞ্জে ব্যালোনো গাড়ি নিয়ে তাণ্ডব মদ্যপ চালকের, আটক

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হল শিলচর জানিগঞ্জে। মদ্যপ চালক ব্যালোনো গাড়ি নিয়ে এক কথায় তাণ্ড চালালে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। সোমবার দুপুরে কালীপূজার বাজারে ব্যস্ততম এলাকা জানিগঞ্জে প্রায় ৫ থেকে ১০ মিনিটি তাণ্ডব চালায় ব্যালোনো চালক। গাড়ি নিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারে। দ্রুতগতিতে কখনও সামনে দিকে আবার পেছনের দিকে ব্যালোনো চালিয়ে তাণ্ডব চালায়। এতে বেশ কয়েকটি বাইক ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর চালালেন। ইট পাটকেল মারতে শুরু করেন। তারপরও থামেনি। পুলিশও নিরুপায় হয়ে তাণ্ডবলীলা দেখছিল। একসময় তাণ্ডব বন্ধ হলে জনতা আক্রমণ করেন। পুলিশ ঝুঁকি নিয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচিয়ে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চালককে থানায় নিয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনস্থলে পৌঁছে সদর পুলিশ সহ আধা সামরিক বাহিনী। জানা যায়, ব্যালোনো গাড়ির চালক মধ্যপ অবস্থায় দ্রুত গতিতে এসে একজন পথচারীকে প্রথমে ধাক্কা মারে। এরপর তাণ্ডব চালায় চালক। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জানিগঞ্জে ব্যালোনো গাড়ি নিয়ে তাণ্ডব মদ্যপ চালকের, আটক

Author

Spread the News