দিল্লির উদ্দেশ্যে রওয়ানা কনজুমার্স অ্যাসোসিয়েশনের বরাকের প্রতিনিধিরা

বরাক তরঙ্গ, ২ মার্চ : অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আগামী ৪ ও ৫ মার্চ যথাক্রমে দিল্লির যন্তরমন্তরে ধরনা ও সাহ অডিটোরিয়াম হলে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে। উভয় কার্যসূচিতে যোগদান করতে রবিবার বরাক উপত্যকার তিন জেলার ১৫ জন সহ রাজ্যের দু’শত প্রতিনিধি গুয়াহাটি থেকে রওয়ানা হয়েছেন।

অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক অজয় আচার্য জানান যে দেশের বর্তমান সরকার বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের লক্ষ্যে বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ সংসদে পাস করাতে চাইছে। এই বিল আইনে পরিণত হলে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রের মতো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও কর্পোরেটদের হাতে চলে যাবে। ফলে বিদ্যুতের বিল বাজারের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পাবে এবং তা সাধারণ গ্রাহকদের নাগালের বাইরে চলে যাবে। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৪৮ সালে যে বিদ্যুৎ আইন তৈরি  হয়েছিল তাতে বিদ্যুতকে একটি অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করা হয় এবং তা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশের জন্য সর্বত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। জনগণের ট্যাক্সের টাকায় এবং বিদ্যুৎ খণ্ডের শ্রমিক, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আজ যখন বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে তখন দেশের কর্পোরেটরা মুনাফা অর্জনের লক্ষ্যে তা নিজেদের কুক্ষিগত করতে চাইছে।

তিনি বলেন, বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের অপচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা হয়। এর বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয় অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। শিলচর সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রিপেড স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয়। আজ এই আন্দোলন সর্বভারতীয় রূপ পেয়েছে। বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের অপচেষ্টার বিরুদ্ধে এখন গ্রাহকদের পাশাপাশি বিদ্যুৎ খণ্ডের শ্রমিক, কর্মচারীরা তীব্র লড়াই চালাচ্ছেন।

দিল্লির উদ্দেশ্যে রওয়ানা কনজুমার্স অ্যাসোসিয়েশনের বরাকের প্রতিনিধিরা

আগামী ৫ মার্চ দিল্লির সাহ অডিটোরিয়ামে যে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে এতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি স্বপন ঘোষ, সম্পাদক ভেনুগোপাল ভাট, অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা বিমল দাস সহ বিদ্যুৎ শ্রমিক, কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা এআইইপিএফ এর সর্বভারতীয় চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে,  সিপিএসইউএস এর চিফ পেট্রোন কে অশোক রাও সহ বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই অভিবর্তন থেকে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

Author

Spread the News