বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির পুনর্গঠন

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি পুনর্গঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে অবশ্য তেমন কোনও পরিবর্তন নেই। সভাপতি পদে সঞ্জীব দেব লস্কর, সম্পাদক পদে উত্তমকুমার সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে বকুল চন্দ্র নাথ পুনর্নির্বাচিত হয়েছেন। সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক পদেও ক্রমে শান্তশ্রী সোম এবং অভিজিৎ ধরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আগের দুই সহ-সভাপতি ড. জয়ন্ত দেবরায় ও‌ কেএইচ ব্রজেশ্বর সিংহের সঙ্গে নতুন নির্বাচিত হয়েছেন সব্যসাচী পুরকায়স্থ। সহ-সম্পাদক হয়েছেন বিনায়ক চৌধুরী ও অমল কুমার দাস। নতুন কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন কবির হুসেন, অমূল্য কুমার পাল, সুদীপ চক্রবর্তী, শৈবাল গুপ্ত, অমিতাভ পাল, বাবুল হোড়, প্রবীর কুমার দাস, ড. শুভদীপ রায়চৌধুরী, সাত্যকি দাস, সুজন দত্ত ও রঘুনন্দন শর্মা মজুমদার। রবিবার বঙ্গভবনে জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন আঞ্চলিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে সংগঠনের প্রাক্তন সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন, বঙ্গভাষীদের স্বার্থে, বরাক উপত্যকার উন্নয়নে আঞ্চলিক সমিতির কর্মকর্তাদেরই বিশেষভাবে তৎপর থাকতে হবে। এখানে যে কারও কোনও কিছু পাওয়ার আশা নেই, এমনকী পদও পূরণ হয় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, পাওয়া নয়, সময় ও শ্রম দেওয়ার মানসিকতা নিয়েই এই সংগঠনে কাজ করতে হবে।

এই গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনা করেন বরাক বঙ্গের শিলচর আঞ্চলিক সমিতির সহ-সভাপতি অমিত চক্রবর্তী ও কেন্দ্রীয় সমিতির সদস্য সীমান্ত ভট্টাচার্য। তাঁদের সহযোগিতা করেন কেন্দ্রীয় সমিতির কার্যালয় সম্পাদক পরিতোষ দে।

পরে সংক্ষিপ্ত ভাষণে বরাক বঙ্গের এই সুশৃঙ্খল গণতান্ত্রিক প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন। তিনি সংগঠনের প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে বরাক বঙ্গের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম প্রসাদ দত্ত, মিলন উদ্দিন লস্কর, সব্যসাচী পুরকায়স্থ, ড. বিশ্বতোষ চৌধুরী, ড. বিভাসরঞ্জন চৌধুরী, অমিত সিকিদার, বিভূতিভূষণ গোস্বামী, ড. পরিতোষ দত্ত, শান্তনু দাস, অনিল পাল, আশিস চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *