রেংটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি মডেল হাসপাতালে রূপান্তরিত, শিলান্যাস

বরাক তরঙ্গ, ৩ জুন : রেংটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি মডেল হাসপাতালে পরিণত হল। শনিবার রেংটি মডেল হাসপাতালের আনুষ্ঠানিক ভাবে কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক রুহন কুমার ঝাঁ সহ অন্যান্যরা। ৬ কোটি ২০ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে রেংটি মডেল হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালটি হবে ১৭ হাজার স্কয়ার ফিট আসাম টাইপের বিল্ডিং থাকবে অপারেশন রুম, আলট্রাসাউন্ড রুম, এক্সরে রুম, লেভার রুম। এ ছাড়া ৩০টি বেড থাকছে। ডাক্তার রুম ফার্মাসি, ল্যাবরেটরি এনবিএসইউ রুম, ইমারজেন্সি রুম, রোগীদের জন্য অপেক্ষা ঘর। থাকছে চার ইউনিটের কোয়ার্টার আলাদা ভাবে চিকিৎসক ও নার্সদের জন্য করা হবে।

এ দিনের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যের শুরুতে প্রথমেই এই হাসপাতালের জন্য যারা ভূমিদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। এই শিলান্যাসে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ এম আই বড়ভূইয়া, সোনাই এসডিএমও ডাঃ সুরেন্দ্র সিংহ, পশ্চিম শিলচর জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, অম্বিকাপুর জিপি সুরাট দাস, ভজনতিপুর জিপি সভাপতি নারায়ণ মুখার্জি, ভজনতিপুর আঞ্চলিক সভাপতি মৃণাল দাস সহ অন্যান্যরা।

Author

Spread the News