নজরকড়া সাফল্য কৈলাশহর দারুল হাদিসের তিন পড়ুয়ার
বরাক তরঙ্গ, ২ মে : উত্তর পূর্ব ভারত এমারতে শারয়িয়াহ ও নাদওয়াতুত তামির পরিচালিত তানজিমুল মাদারিছিল ইসলামিয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হল। ফলাফল ঘোষণা করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত শায়খুল হাদিস মওলানা ইউসুফ আলি। ফলাফলে চমক দেখাল কৈলাশহর দারুল হাদিস মাদ্রাসার ছাত্ররা। এই প্রথমবার তানজিমুল মাদারিছিল ইসলামিয়ার ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। কৈলাশহর দারুল হাদিসের তিন ছাত্র হলেন ১ম স্থান দখলকারী মুহাম্মদ আসাদ আলি, ২য় স্থান মুহাম্মদ আলি ও ৫ম স্থানে দিলওয়ার হুছাইন রুবেল।
তাছাড়া জামাতে মিশকাতে মহিলা বিভাগে মোট ১১ জন ছাত্রী পরীক্ষায় বসেছিলেন, এর মধ্যে ১০ জন ছাত্রী প্রথম বিভাগে এবং ১জন ২য় বিভাগে উত্তীর্ন হয়েছেন। তন্মধ্যে প্রথম হয়েছে জেসমিনা বেগম, দ্বিতীয় জামিলা ফিরদাউছ এবং তৃতীয় হয়েছে শুহাদা বেগম। তাঁদের প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তানজিমুল মাদারিছিল ইসলামিয়া বোর্ড কর্তৃপক্ষ এবং কৈলাশহর দারুল হাদিসের শায়খুল হাদিস মওলানা সিরাজ উদ্দিন।