স্টার সিমেন্টে মাটি সরবরাহে বাধা, অর্থ দাবি, এজাহার, খণ্ডন অভিযোগ

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : কালাইন বৈকুণ্ঠপুরে স্টার সিমেন্টের কাজে লালমাটি সরবরাহ করতে গিয়ে লরি আটকানো ও অর্থ দাবির অভিযোগ উঠেছে স্থানীয় দেবযানী দাস ওরফে তুলি এবং সমীরণ দাসের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাস্থলে অভিযুক্তরা বৈধ চালান থাকা সত্ত্বেও গাড়ির কাগজপত্র চেক করেন বলে অভিযোগ মহালদার ইস্পাকুল হক বড়ভূইয়া ওরফে হিরকের। দাবিপূরণ না করায় টিপার আটকে রাখা হয় এবং হিরকের ছেলের ওপর পাথর নিক্ষেপে হামলার ঘটনাও অভিযোগে উল্লেখ রয়েছে। এদিন হিরক ও ট্রাক ড্রাইভাররা কালাইন থানায় দু’টি পৃথক এজাহার দায়ের করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। কালাইন পুলিশ এজাহার পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে এজাহারে অভিযুক্ত দেবযানী দাস সন্ধ্যার পর কালাইন থানায় উপস্থিত হয়ে থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবযানী দাস নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এজাহারে উল্লেখিত অভিযোগগুলোকে তিনি সরাসরি খণ্ডন করে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। চালান দেখার প্রসঙ্গে তিনি উল্টো দুর্নীতির অভিযোগ তুলে বলেন, মাটির ব্যবসায় নানাবিধ অনিয়ম চলছে এবং একজন সমাজসেবী হিসেবে এসব দুর্নীতি ঠেকাতে তিনি নজরদারি করতেই পারেন। তাঁর দাবি, জনস্বার্থেই তিনি বিষয়টি অনুসরণ করছিলেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলাও করতে পারেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *