ঘাড়মুড়া জয়নব মজুমদার জুনিয়র কলেজের স্কুটি প্রাপক পড়ুয়াদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : অসম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বাণীকান্ত কাকতি পুরস্কারের অংগ হিসাবে বেসরকারি জয়নব মুজমদার জুনিয়র কলেজের স্কুটি প্রাপক ১৯ জন ছাত্রছাত্রীদেরকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের উপাধ্যক্ষ বন্দনা ত্রিবেদীর পৌরিহিত্যে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুটি প্রাপক ১৯ কৃতি পড়ুয়ার হাতে শংসাপত্র, মালা ইত্যাদি দিয়ে সম্মান জানানো হয়। স্কুটি প্রাপকরা প্রথমে জামিরা বাজার থেকে  ঘাড়মুরা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি র‍্যালী করে ঘাড়মুরাস্থিত কলেজে গিয়ে উপস্থিত হয়। সভায় আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাড়মুরা জামিরার জেলা পরিষদ সদস্য সালেহ আহমদ মজুমদার, কারীছড়া দাড়িয়ারঘাট জিপির সভানেত্রীর প্রতিনিধি ফরিদুল ইসলাম তাপাদার, মডার্ণ পাব্লিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের ও জয়নব মজুমদার জুনিয়র কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী সহ অভিভাবকবৃন্দ।

ঘাড়মুড়া জয়নব মজুমদার জুনিয়র কলেজের স্কুটি প্রাপক পড়ুয়াদের সংবর্ধনা

সভার শুরুতে কলেজের উপাধ্যক্ষা বন্দনা ত্রিবেদী জানান এবার এই কলেজ থেকে মোট ১০৫ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। তন্মধ্যে ১০৩ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। অসম সরকারের নির্দেশিকা অনুযায়ী ছাত্রীদের ক্ষেত্রে ৬০ শতাংশের উর্ধে এবং ছাত্রদের ক্ষেত্রে ৭৫ শতাংশের উর্ধের মার্ক্স প্রাপকরা বাণীকান্ত কাকতি পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন। এমর্মে ১৬ জন ছাত্রী এবং ৩ জন ছাত্র মোট ১৯ জন ছাত্রছাত্রী স্কুটি লাভ করেন। তিনি জানান, এলাকাবাসী জনগণের সহযোগিতায় বেড়ে ওঠা এই প্রতিষ্ঠান আগামীদিন আরও বেশি করে এই পুরস্কার এনে দক্ষিণ হাইলাকান্দির সম্মান বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Author

Spread the News