ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ফরেস্ট রিজার্ভ থেকে দুর্লভ হরিণ উদ্ধার

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত কালাখাল ফরেস্ট রিজার্ভ থেকে শুক্রবার সকালে একটি দুর্লভ প্রজাতির হরিণ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বনাঞ্চলে কাজ চলাকালীন সময়ে শ্রমিকরা হরিণটিকে আহত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রিজার্ভ এলাকায় কাজ করার সময় হঠাৎই ঝোপঝাড়ের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হরিণটিকে। বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা তৎক্ষণাৎ হরিণটিকে নিরাপদে ধরে রেখে মণিয়ারখাল ফরেস্ট রেঞ্জের অধীন মনিয়ারখাল ফরেস্ট বিট অফিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মীরা। বন বিভাগের কর্মীরা হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। হরিণটির আঘাতের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে এবং সুস্থ হয়ে উঠলে হরিণটিকে পুনরায় নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে এভাবে দুর্লভ প্রজাতির হরিণ উদ্ধারের ঘটনা বনজ প্রাণীর নিরাপত্তা ও বন সংরক্ষণের বিষয়টি নতুন করে সামনে এনে দিয়েছে। অনেকেই মনে করছেন, বনাঞ্চলে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণী আহত হওয়ার ঘটনা এড়ানো যায়। স্থানীয়দের মতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যদি কোনও অবৈধ শিকার বা মানবসৃষ্ট কারণের প্রমাণ পাওয়া যায়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় মানুষ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *