রমনীকৃষ্ণ চা বাগানে জলমগ্ন স্কুল, দুর্ভোগ চরমে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ মে : উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অন্তর্গত রমনীকৃষ্ণ চা বাগানে অবস্থিত অজিত কুমার মধ্য ইংরেজি বিদ্যালয় জলের তলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিরাম বর্ষণে বিদ্যালয় চত্বরে জলমগ্ন হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অফিস কক্ষ, স্মার্ট ক্লাস এবং বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়। প্রায়ই বর্ষার মরশুমে ২/৩ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বিদ্যালয় চত্বর সহ শ্রেণিকক্ষ। ব্যাহত হয় পাঠদান। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি ছোট ড্রেন, কালভার্ট পার হয়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের। যেকোনও সময় এই জলমগ্ন স্থানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থেকে যায়।
উল্লেখ্য, বিদ্যালয়ে রয়েছে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মোট ৮টি শ্রেণী,ছাত্র – ছাত্রীর অনুপাতে নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ। ২টি শ্রেণীকক্ষের মধ্যেই অস্থায়ী বাঁশের বেড়া দিয়ে শ্রেণী ভাগ করে এই অসহ্য গরমের মধ্যেও পড়াতে হয় শিক্ষকদের।বিগত ৬ বছর থেকে খালি পড়ে রয়েছে বিজ্ঞান শিক্ষকের পদটিও।
বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বিভাগীয় আধিকারিকদের বিভিন্ন মাধ্যমে অনেকবার জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষা বিভাগের কাছে আবারও আবেদন জানান বিষয়টি পর্যবেক্ষণ করে ছাত্রছাত্রী সহ শিক্ষকদের স্বার্থে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য।