সোনাবাড়িঘাটে নাইট ফুটবলে চ্যাম্পিয়ন নতুন রামনগর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : ডেনিয়েল লাতামের হ্যাটট্রিক গোলে  সোনাবাড়িঘাটে শুরু হল নাইট ফুটবলের খেতাব অর্জন করল নতুন রামনগর এফসি। শুক্রবার ওয়ার্ক ফর গুড এনজিও নক-আউট সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টে জিরিবামের ইউনাইটেড ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল নতুন রামনগর এফসি।সোনাবাড়িঘাট ওএনজিসি সংলগ্ন মাঠে ৪-১ গোলে জয়ী হয় নতুন রামনগর। প্রথমার্ধ্বে হাড্ডাহাড্ডি লড়াই করে জিরিবাম। এতে গোল শূন্য থেকে যায় প্রথমার্ধ্ব। দ্বিতীয়ার্ধে গোলের খাতা খুলেন ফুলমুন। তিনি ২৫ মিনিটে গোল করেন। এরপর টানা তিনটি গোল করে হ্যাটট্রিককরেন ডেনিয়েল লাতাম (২৮, ৩২,৩৫)। জিরিবামের একমাত্র গোলটি করেন ৩৭ মিনিটে জমরুল হক।

রানার্স দল।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী জবারুত আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দুই কংগ্রেস নেতা জাবেদ আকতার লস্কর ও আনসার বড়লস্কর, সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, সোনাবাড়িঘাট এপি সদস্য আমির হোসেন লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া, কাউসার গণি চৌধুরী (জাবেদ) প্রমুখ। আয়োজক কমিটির অপু মজুমদার, শামিম বড়ভূইয়া, আকমল হোসেন লস্কর, মুন্না বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার পান নতুন রামনগর এফসির ডেনিয়াল ও সেরা ডিফেন্ডার হন সাকাই খান। খেলা স্পনসর হিসেবে ছিলেন আকমল মোবাইল শোপ। খেলা পরিচালনা করেন হোসেন আহমদ বড়ভূইয়া, দিপু চৌধুরী ও আবুল হাসান লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *