রামকৃষ্ণ পাঠচক্রের কল্পতরু দিবস উৎসব পালন শিলচরে

রামকৃষ্ণ পাঠচক্রের কল্পতরু দিবস উৎসব পালন শিলচরে

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : শিলচর রামকৃষ্ণ পাঠচক্র (সেন্ট্রাল)-এর ব্যবস্থাপনায় কল্পতরু দিবস উৎসব পালন করা হল। সোমবার ১ জানুয়ারি শিলচর কলেজ রোড অভিনব ক্লাব প্রাঙ্গনে শিলচর রামকৃষ্ণ (সেন্ট্রাল)-এর উদ্যোগে কল্পতরু দিবস উৎসব বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। সকালে ঠাকুর রামকৃষ্ণ -মা সারদা- স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ, সঙ্গীত ও ভজন সহ উপস্থিত ভক্তবৃন্দ এবং পথচারীদের মধ্যে খিচুড়ি ও মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়।

গোপাল চন্দ্র ভট্টাচার্য বলেন, আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ। ১৮৮৬ সালের সেই দিনকে স্মরণে রেখেই পালন করা হয় কল্পতরু উৎসব। সম্পাদক সুদীপ দাস বলেন, এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কাছে তাঁর ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিলেন উনার কাছে, সব তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিনে তিনি ঈশ্বরের অবতার রূপে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। এরপর থেকে দিনটি ভক্তগণেরা ধূমধামে পালন করে আসছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চম্পা লাল রায়, কুনাল গুপ্ত সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News