গোপাল আখড়া থেকে বের হওয়া ভজন শোভাযাত্রায় রামভক্তদের ঢল

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : আগামীকাল অযোধ্যা রামমন্দির উদ্বোধন ও রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সামনে রেখে শিলচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একের পর এক শোভাযাত্রা বের হচ্ছে শহর ও শহরতলী এলাকায়। রবিবার শিলচর সোনাই রোড গোপাল আখড়া সামনে থেকে আদর্শ ভক্ত মণ্ডলের বিশাল ভজন শোভাযাত্রা বের হয়।

রাম-লক্ষণ-সীতা ও হনুমান মূর্তির রথ সাজিয়ে বিশাল ভজন শোভাযাত্রাটি শিলচর সোনাই রোড গোপাল আখড়া থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে শিলচর নরসিং আখড়ায় এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় রাম ভজনে গোটা শিলচর শহর রাম নামে মুখরিত হয়ে উঠে। এছাড়াও কয়েকশো বাইক ছিল শোভাযাত্রায়। ছিল কয়েকটি রথও। আবাল-বৃদ্ধ-বনিতা হেটে সামিল হন শোভাযাত্রায়।

গোপাল আখড়া থেকে বের হওয়া ভজন শোভাযাত্রায় রামভক্তদের ঢল

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন নাথ ও অন্যান্য হিন্দু নেতারা বলেন, আজকের দিন সবার জন্য ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে শিলচর শহর আনন্দে মেতে উঠেছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যা রামমন্দির উদ্বোধন ও রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উৎসবের অঙ্গ হিসেবে শহরের বিভিন্ন প্রান্তে চলছে নানা অনুষ্ঠান। সাজিয়ে তোলা হয়েছে গোটা শহরকে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News