ধুবড়িতে মিত্র জোটের প্ৰাৰ্থীর সমৰ্থনে জনসভা হিমন্ত বিশ্ব শর্মার
বরাক তরঙ্গ, ২ মে : গত তিন বছর শাসনকালে, কোন বোমা বিস্ফোরণ হয়নি, কোন বনধ বা পিকেটিং হয়নি। শান্তির রাজ্য অসম বর্তমান। কিন্তু কংগ্রেসের শাসনকালে অসম আগ্নেয়গিরির ওপরে ছিল। বিজেপি ক্ষমতায় আসার পরে সব ঠাণ্ডা হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ধুবড়ির রাজা প্রভাতচন্দ্র বরুয়া ময়দানে জনসভায় কথা গুলো বলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। জনসভায় তিনি এও বলেন, কংগ্রেসের শাসনকালে হিন্দু-মুসলিমের দাঙ্গা, অসমিয়া এবং বাঙালির মধ্যে, হিন্দি ভাষীর নিধন এসব চলছিলো। সাধারণ মানুষ ঘরের বাইরে যেতে ভয় পেতো। বর্তমানে তা নেই। সময় পাল্টেছে। এ অবস্থায় ভোটার কংগ্রেস এবং এআইইউডিএফ এবং দলকে কেন ভোট দিবেন। কংগ্রেস দল ৫০ বছরে অসমে ক্ষমতায় আসতে পারবে না।
কংগ্রেস দলের প্রার্থী রকিবুল হুসেইন জয়লাভ করলেও কি লাভ। রকিবুল জনগণকে অরুণোদয় দিতে পারবে না, চাকরি দেওয়ার দূরের কথা। তা পারবে মিত্র জোটের প্রার্থী জাভেদ ইসলাম। কারন কেন্দ্রে মেদি সরকার, রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা। এ দিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রঞ্জিতকুমার দাস, ধুবড়ির পুরপতি দেবময় সান্যাল, বিমল ওসয়াল, অগপর উপ সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য, ধুবড়ি জেলা সভাপতি প্রসেনজিৎ দত্ত প্রমুখ।