“তরুণরাম ফুকন : হিজ লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস” রচনায় রাজ্যসেরা শিলচরের রাজলক্ষ্মী

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : রাজ্যব্যাপী “তরুণরাম ফুকন : হিজ লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস” শিরোনামে রচনায় ‘এ’ গ্রুপে রাজ্যসেরা হয়েছে রাজলক্ষ্মী বণিক। শিলচর সরকারি বালিকা বহুমখী হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজলক্ষ্মী পুরস্কার গ্রহণ করতে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ২৮ জুলাই রবিবার ‘দেশভক্তি দিবস’ উপলক্ষে দিসপুর জনতা ভবনের কনফারেন্স হলে রাজ্য-স্তরের অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবে। তার হাতে ‘এ’ গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে শংসাপত্র ও ৫০ হাজার টাকা নগদ তুলে দেওয়া হবে। তরুণ রাম ফুকনের স্থায়ী উত্তরাধিকার এবং দেশপ্রেমিক চেতনা বিস্তারে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।

"তরুণরাম ফুকন : হিজ লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস" রচনায় রাজ্যসেরা শিলচরের রাজলক্ষ্মী

কাছাড় জেলা প্রশাসন, তথ্য ও জনসংযোগ বরাক উপত্যকা অঞ্চল শিলচরের আঞ্চলিক অফিসের সহযোগিতায় শনিবার রাজলক্ষ্মী এবং তার সঙ্গীর জন্য গুয়াহাটিতে যাতায়াতের ব্যবস্থা করেছে। অসমের তথ্য জনসংযোগ দপ্তর গুয়াহাটিতে তাদের থাকার ব্যবস্থাও করেছে। কাছাড় জেলা প্রশাসক রোহন কুমার ঝা এবং তথ্য ও জনসংযোগ বরাক ভ্যালি জোন শিলচরের উপ-পরিচালক বনক্যা চেতিয়ার উদ্যোগে, সরকারি বালিকা স্কুলের অধ্যক্ষ বিভাস চক্রবর্তী, রাজলক্ষ্মীর বাবাও তার সঙ্গে গুয়াহাটিতে রওয়ানা দিয়েছেন। ২৮ জুলাই তরুণরাম ফুকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে “দেশভক্তি দিবস”-এ জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা এই পুরস্কার প্রদান করবেন।

"তরুণরাম ফুকন : হিজ লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্টস" রচনায় রাজ্যসেরা শিলচরের রাজলক্ষ্মী

উল্লেখ্য, রাজ্যব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতাটি তিনটি বিভাগে আয়োজন করা হয়। এ বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), বিভাগ বি (নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি), এবং সি বিভাগে ছিল (স্নাতক ডিগ্রি স্তর)। বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করে। ৩০ জুনের মধ্যে তাদের নিজ নিজ জেলা কমিশনারের কাছে তাদের প্রবন্ধ জমা দেয়। জেলাগুলির সেরা রচনাগুলি বিচারকদের একটি রাজ্য-স্তরের প্যানেল দ্বারা মূল্যায়ন করা হয়।

Author

Spread the News