কাবুগঞ্জে বাইক-স্কুটি মুখোমুখি, আহত চার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বাইক-স্কুটি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন চারজন। এরমধ্যে গুরুতর তিনজন। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে কাবুগঞ্জ জনতা কলেজ সংলগ্ন ৩০৬ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মুখোমুখি সংঘর্ষের প্রচণ্ড শব্দ শুনে দৌড়ে আসেন স্থানীয় মানুষ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটিতে একজন যুবক ও একজন মেয়ে ছিল, বাইকে ছিল দুই যুবক। স্কুটিতে থাকা দুইজন সোনাই কাপ্তানপুরের সিদ্দিক আহমদ (১৮) ও উলামা বেগম (২০) বলে জানা গিয়েছে। বাইকে থাকা দু’জনের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।