কোকরাঝাড়ে নির্বচনী রণডঙ্কা বাজিয়ে দিলেন রাজনাথ সিং

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : কোকরাঝাড় লোকসভা কেন্দ্রে বৃহস্পতিবার বিজেপি-ইউপিপিএল এবং এজিপি  নির্বাচনী প্রচার শুরু হল। এ দিন  কোকরাঝাড় শহরের কাছে গ্রিন ফিল্ডে বিজেপি-ইউপিপিএল-এজিপি-র বিশাল কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এনডিএ এবার ৪০০+ আসন নিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, বিশ্ব ইতিমধ্যেই মেনে নিয়েছে যে এনডিএ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে থাকবে। তাই কর্মীদের বুথ স্তর থেকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন।

কোকরাঝাড়ে নির্বচনী রণডঙ্কা বাজিয়ে দিলেন রাজনাথ সিং

তিনি বলেন, এজিপি, বিজেপি এবং ইউপিপিএলের মধ্যে কোনও দলগত কোন কথা নেই। অসমের ১৪টি লোকসভা আসনের মধ্যে ১৪টি জিততে এনডিএ-র জন্য সকলের একসঙ্গে কাজ করা উচিত। তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় রাজনাথ সিং বলেন, “আমরা রাজনীতি করি শুধু সরকার গঠনের জন্য নয়, দেশ গড়ার জন্যও”।

এনডিএ ক্ষমতায় থাকলে দেশের মান সবসময়ই উঁচু থাকবে। আমাদের তুচ্ছ স্বার্থ বিসর্জন দিয়ে দেশ গড়ার কাজ করতে হবে। রাজনাথ সিং বলেন, ইস্তেহারে দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এনডিএ।

কোকরাঝাড়ে নির্বচনী রণডঙ্কা বাজিয়ে দিলেন রাজনাথ সিং

“জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে, দেশ থেকে তিন তালাক প্রত্যাহার করা হয়েছে, আমরা দুর্নীতির অবসান করেছি,” তিনি বলেছিলেন। আমরা ধর্মের ভিত্তিতে উত্তরপূর্বে হিন্দু মুসলমানদের বিভাজন মানি না, আমাদের জন্য প্রতিটি মহিলা একজন মা বা বোন এবং তাই দেশ থেকে তিন তালাক বিলুপ্ত করা হয়েছিল।

ইউপিপিএল-এজিপি কর্মীদের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী রঞ্জিত দাস, বিধায়ক লরেন্স ইসলারি, কোকরাঝাড় লোকসভা প্রার্থী জয়ন্ত বসুমাতারি, একাধিক বিটিসি কার্যনির্বাহী সদস্য, ইউপিপিএল-বিজেপি-এজিপি নেতা এবং আরও অনেক কর্মী।

Author

Spread the News