কিন্নারবাগে শূন্যে ঝুলিয়ে রয়েছে রেল ট্র্যাক, তলিয়ে গেল ধলেশ্বরীতে

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রেলট্র্যাকের তলার মাটি তলিয়ে গেল। শূন্যে ঝুলিয়ে রয়েছে ট্র্যাক। মিজোরাম সহ হাইলাকান্দির একমাত্র রেললাইনের কিল্লারবাক গ্রামের অংশ রবিবার ধলেশ্বরী নদীতে তলিয়ে গেল। 

দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাক গ্রামে ধলেশ্বরী নদীতে ফের শুরু হল ভাঙন। শনিবার সকালে কয়েকশো মিটার এলাকা জুড়ে নদীর তীরে ব্যাপক ধস নামে। আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, কাটাখাল-ভৈরবী রুটে গত ২১ অগাস্ট থেকে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।এই বর্ষায় ধলেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলের বহু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কিল্লারবাক, দাড়িয়ারঘাট সহ পাইলছড়া গ্রামের পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গেছে কত সমতল জমি, এবার নদীর গর্ভে তলিয়ে গেল রেলপথও।

কিন্নারবাগে শূন্যে ঝুলিয়ে রয়েছে রেল ট্র্যাক, তলিয়ে গেল ধলেশ্বরীতে

গত দু’বছর ধরে ভাঙন প্রতিরোধে রেল কর্তৃপক্ষ কাজ চালিয়ে আসলেও কোনও সফলতা আসেনি। কাজে অনিয়ম ও গড়িমসির ফলে ভাঙনস্থলে তেমন পরিমাণে কাজ হয়নি। স্থানীয়রা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বরাতপ্রাপ্ত ঠিকাদার কঠিন পরিশ্রমের কাজ কম টাকা দিয়ে মজুরি করাতে গিয়ে কোনো শ্রমিকই পাননি। বাইরের শ্রমিকরাও কাজ ছেড়ে চলে গেছেন। ফলে সময়মত কাজ হয়নি।

এদিকে, ভাঙনস্থলে রয়েছেন, ট্র্যাকের সেকশন ইঞ্জিনিয়ার শ্যামল দাস। ভাঙন প্রতিরোধে রেলের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, উপরমহল থেকে যা নির্দেশ আসছে তা পালন করে যাচ্ছেন। মালিগাঁওয়ে রেলের সদর দপ্তরে রিপোর্ট করা হয়েছে। একবছর হয়েছে তিনি এই সেকশনে ট্র্যাকের দায়িত্বে আছেন। তেমন কিছু জানেন না।

কিন্নারবাগে শূন্যে ঝুলিয়ে রয়েছে রেল ট্র্যাক, তলিয়ে গেল ধলেশ্বরীতে
কিন্নারবাগে শূন্যে ঝুলিয়ে রয়েছে রেল ট্র্যাক, তলিয়ে গেল ধলেশ্বরীতে

Author

Spread the News