মাতৃভূমি ফুটবলে সেমিফাইনালে রাজগোবিন্দপুর
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বেশ জমে উঠল মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে প্রবেশ করল রাজগোবিন্দপুর দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় এদিন প্রতিপক্ষ লোকনাথপুর এফসি দলকে ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। এই জয়ের সুবাদে প্রথম দল হিসাবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল তারা। প্রথমার্ধের খেলায় ১-১ গোলে সমতায় ছিল দুটি দলই। খেলার ৬ মিনিটে লোকনাথপুর দলের হয়ে গোল করেন লমতে এবং খেলার ৩৫ মিনিটে রাজগোবিন্দপুরের হয়ে গোল করেন রবিনসন। সেমিফাইনালের ছাড়পত্র আদায়ে দ্বিতীয়ার্ধের খেলায় দুটি দলই ময়দানে ঝাঁপিয়ে পড়ে। খেলার ১৬ মিনেটে নোয়া দুর্দান্ত গোল করে রাজগোবিন্দপুর দলকে এগিয়ে দেন। আর শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেই ময়দান ছাড়ে রাজগোবিন্দপুর, হাড্ডাহাড্ডি লড়াই করেও বিদায় নিতে হয় লোকনাথপুর দলকে।
উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর। সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন রাজগোবিন্দপুর দলের খেলোয়াড় রবিনসন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবি নীহার রঞ্জন দাস ও মাতৃভূমি সামাজিক সংগঠনের সহ-সভাপতি চপল কুমার দাস। উল্লেখ্য ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপল কুমার দাস।
এদিকে কোয়ার্টার ফাইনাল খেলায় উপস্থিত আমন্ত্রিত অতিথি শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান নীহার রঞ্জন দাস মাতৃভূমি সামাজিক সংগঠনের ভূয়শী প্রশংসা করে গ্রামাঞ্চলে এধরণের বড় মাপের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক সংস্থার সভাপতি সীতাংশু দাস সহ কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান। এধরণের টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন নীহার রঞ্জন দাস। সোমবার বেলা ২-৩০ টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এসপিএম আর্জানপুর এবং যুবমোর্চা নরসিংপুর মণ্ডল এফসি পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।