পাহাড়ে স্বাভাবিক হচ্ছে রেল চলাচল, গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেসের চাকা ঘুরলো

বরাক তরঙ্গ, ১৪ মে : অবশেষে সতেরো দিন পর পাহাড় লাইনে শুরু হয়েছে গুয়াহাটি-দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের চলাচল। পাহাড় লাইনে শিলচর-গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ও গুয়াহাটি-দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা গত এক পক্ষকালের বেশী সময় ধরে উত্তরপূর্ব সীমান্ত রেল বাতিল করে রাখার দরুন এ অঞ্চলের যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অবশেষে সোমবার রাতে গুয়াহাটি থেকে দুল্লভছড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার দুপুরে দুল্লভছাড়া গিয়ে পৌঁছে। অন্যদিকে, মঙ্গলবার দুপুরে দুল্লভছড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হওয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জাটিঙ্গা লামপুর ধস বিধ্বস্ত এলাকা পেরিয়ে যায়। অবশেষে প্রায় ১৮ দিন পাহাড় লাইনে বুধবার থেকে চলাচল শুরু হচ্ছে ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর, গুয়াহাটি-এক্সপ্রেস ট্রেন। তাছাড়া বুধবার গুয়াহাটি বদরপুর গুয়াহাটি ট্যুরিস্ট স্প্যাশাল ট্রেনটি চলাচল করবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল লামডিং বদরপুর হিল সেকশনের হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০/৭ কিলোমিটার অংশে প্রায় ১০০ মিটার এলাকা জুরে রেল লাইনের নীচের মাটি বসে যাওয়ায় বদরপুর থেকে লামডিং অভিমুখে যাওয়া পন্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। যদি ও ২৫ এপ্রিল বিকেলের মধ্যেই পাহাড় লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করে তুলে যদি ও জাটিঙ্গা লামপুরের ধস বিধ্বস্ত ওই অংশের অবস্থা শোচনীয় থাকায় রেল লাইন মেরামতির কাজ অব্যাহত রেখেই শুধু দূরপাল্লার ট্রেন গুলিকে সচল রেখে কিছু যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল রেখে ছিল।

Author

Spread the News