যুগশঙ্খ স্কুল ফুটবলে জিতল রেডিয়েন্ট, ডনবস্কো ও প্রেরণা বিদ্যামন্দির
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : যুগশঙ্খ কাপ আন্তঃ স্কুল প্রাইজমানি অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার প্রথম ম্যাচে জিতল রেডিয়েন্ট মডেল স্কুল। তারা হারায় সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে। ৩-০ গোলের ব্যবধানে। ম্যাচ সেরা হন মোহিত মির্ধা। তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার হিমাংশু বর্মন। দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ে অবশেষে বাজিমাত করে ডনবস্কো স্কুল। তারা টাইব্রেকারে হারায় এম এ সি আ্যকাডেমিকে। ম্যাচের নির্ধারিত সময়ে ছিল ১-১ গোলে ড্র। ফলে টাইব্রেকারে খেলার মিমাংসা হয় ৪-৩ গোলের ব্যবধানে। এই ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হন তামিন মজুমদার। তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ দত্ত।
দিনের তৃতীয় ম্যাচে ওয়াক ওভারে ম্যাচ জেতার ছাড়পত্র আদায় করে নেয় প্রেরণা বিদ্যামন্দির। তাদের বিপক্ষের দল কলিজিয়েট এইচ এস স্কুলের ফুটবলার নিজেদের স্কুলের উপযুক্ত প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে প্রেরণা বিদ্যামন্দিরকে জয়ী বলে ঘোষণা করা হয়। বুধবার টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে অধরচাঁদ এইচ এস স্কুল খেলবে অরিয়েন্টাল হাইস্কুলের বিরুদ্ধে। দিনের শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে এস সি দেব বিদ্যাপীঠ ও ডনবস্কো এইচএস স্কুল।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।