রাধামাধব কলেজে প্রাক্তনী সংস্থার উদ্যোগে নবীন-প্রবীণ মিলন উৎসব

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : শনিবার ঐতিহ্যবাহী রাধামাধব কলেজের প্রাক্তনী সংস্থার ব্যবস্থাপনায় নবীন -প্রবীন মিলন উৎসবের আয়োজন করা হয়। এদিন কলেজ অডিটরিয়ামে নবীন-প্রবীণ ছাত্রছাত্রীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। 

এদিন নিজের বক্তব্যে রাধামাধব কলেজের প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম বলেন, যেভাবে প্রাক্তনীরা এই কলেজের উন্নতির প্রতি আন্তরিকতা রয়েছে,সেটা অতুলনীয় ব্যাপার। রাধামাধব কলেজ প্রবীন ও নবীন ছাত্র-ছাত্রী দের সহযোগিতায় আজও সুনাম রেখে চলেছে এই রাধামাধব কলেজ। রাধামাধব কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা যেভাবে গুরুত্ব সহকারে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে যাচ্ছেন এটা এই অঞ্চলের বেসরকারি কলেজ গুলোতেও হয় না বলে মনে করেন তিনি। অন্যদিকে এই কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়াশোনা থেকে শুরু করে নাচ-গান ও খেলাধুলায়ও সুনামের সহিত খ্যাতি অর্জন করেছেন এবং কলেজের নাম উজ্জ্বল করে চলেছেন বলে জানান দেবাশিস সোম। 

এদিন সঙ্গীত পরিবেশন করেন কলেজের প্রাক্তনী তথা এই অঞ্চলের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বিধান লস্কর ও দয়াল ভর সহ আরো অন্যান্য শিল্পীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডঃ দেবাশীষ রায়, অধ্যাপক ড. রাহুল চক্রবর্তী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালী চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পি.কে সিনহা, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ড. মনোজ সিং। 

Author

Spread the News