প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার জিরিঘাটে

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হল জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানি গ্রামে। একটি টিলার জঙ্গলে গাছের ডালে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দু’জনের দেহ। এক সন্তানের বাবার সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কিশোরীও। মৃত কিশোরী উত্তর লালপানি গ্রামের কামাল উদ্দিনের কিশোরী মেয়ে। প্রেমিক একই গ্রামের জয়বুল হোসেন লস্কর, বয়স ৩৫ বছর। জয়বুল ও চৌদ্দ বছরের কিশোরী শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। কিশোরী জয়বুলের হাত ধরে পালিয়েছে বলে ধারণা করা হয়েছিল। অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার দুপুরে স্থানীয় এক কিশোর জঙ্গলে কাঠ আনতে গিয়ে দেখতে পায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দু’টি মৃতদেহ। সে চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে গিয়ে দেখেন একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দুটি মৃতদেহ এই গ্রামের কামাল উদ্দিনের বছর চৌদ্দর মেয়ে ও স্থানীয় জয়বুল হোসেন লস্করের। খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার জিরিঘাটে

Author

Spread the News