ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা চাই : পূর্ণচন্দ্র মণ্ডল 

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শৌর্য্য জাগরণ রথযাত্রা মঙ্গলবার দক্ষিণ কাছাড়ের আমড়াঘাটে পৌঁছে। এ উপলক্ষে আমড়াঘাট বাজারে এক ধর্মসভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে বলে দাবি করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল।

শৌর্য্য জাগরণ রথযাত্রা উপলক্ষে র‍্যালি পৌঁছল আমড়াঘাটে, ধর্মসভা______

এ দিন বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্তের শৌর্য্য জাগরণ রথ লক্ষীপুর থেকে সোনাইয়ে প্রবেশ করে। সোনাই বাজার শ্যামাকালী মন্দিরে রথকে সামনে রেখে ধর্মসভার আয়োজন করা হয়। পরে বজরং দলের বিশাল র‍্যালির সহযোগে রথ মতিনগর হয়ে ধলাই বিধানসভা কেন্দ্রর আমড়াঘাট বাজারে এসে পৌছতেই স্বাগত জানাতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা বাজি পটকা পুড়িয়ে ভৈব স্বাগত জানান। পাশাপাশি মহিলারা উলুধ্বনী ও পুষ্প ছিটিয়ে রথে বিরাজিত শ্রীরাম ও সীতা সহ বজরংবলী হনুমান এবং শ্রীরামের অনুজ লক্ষণকে শ্রদ্ধা জানান।

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা চাই : পূর্ণচন্দ্র মণ্ডল 
বক্তব্য রাখছেন দক্ষিণপূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল।

এ উপলক্ষে এদিন আমড়াঘাট বাজারে এক বিরাট ধর্মসভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণপূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল। ধর্মসভায় উপস্থিত ছিলেন বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাশ, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিনপূর্ব প্রান্তের সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্য, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রদীপ দাস, আমড়াঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশচন্দ্র পাল। ধর্মসভাটি সঞ্চালনা করেন আমড়াঘাট কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী। এ দিন সভা শেষে রথটি আমড়াঘাট থেকে বের হয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি, ভুবনডহর হয়ে জারইলতলাতে পৌছে। উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে সারা দেশ ব্যাপী বিশ্বহিন্দু পরিষদ ও বজরংদলের শৌর্য্য জাগরণ রথ যাত্রা শুরু হয়েছে।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News