বরাক নদীতে পড়ে গেল পুর নিগমের গাড়ি, অল্পের জন্য রক্ষা চালক

রাজীব মজুমদার, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শিলচরে সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে গেল শিলচর পির নিগমের একটি Big Supersucker গাড়ি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে শিলচর সদরঘাট এলাকায়। সূত্রে জানা যায়, গাড়িটি ধোয়ার উদ্দেশ্যে চালক সেটিকে বরাক নদীর তীরে নিয়ে যান।

কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নদীর দিকে গড়িয়ে পড়ে যায়। গুরুতর এই দুর্ঘটনার সময় কোনওরকমে নিজেকে সামলে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

চালক দীবাংশু দাস জানান, রাতে নালা পরিস্কার এসেছে। সকালে গাড়িটি ধোয়ার জন্য তিনি নিয়ে আসেন। ব্রেক, হ্যাডব্রেক সবই লাগিয়েছেন। এমনকি জ্যামও লাগিয়েছিলেন চাকায়। তারপরও পিছলে নদীতে পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *