বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিলচরে সপ্তাহব্যাপী স্যানিটেশন ড্রাইভ পরিচালনা পুর নিগমের

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচর পুর নিগম বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাঙ্ক রোড ও ডাক বাংলো পাবলিক টয়লেটকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তর করেছে। ১৯ নভেম্বর আয়োজিত এই উদ্যোগটি শিলচর পুর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং  আইএএস-এর নেতৃত্বে সম্পন্ন হয়, যাঁর সক্রিয় ভূমিকা শিলচরকে আরও পরিষ্কার ও দায়িত্বশীল শহর হিসেবে গড়ে তোলার চলতি মিশনে নতুন গতি এনে দিয়েছে।

কর্মসূচির সময় নিগমের আয়ুক্তের সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের নির্বাহী আধিকারিক নবোত্তম শর্মা, পুরসখী কালেকশন এজেন্সির সুপারভাইজার এবং সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম। তাঁরা একযোগে টয়লেটগুলির পরিদর্শন করেন এবং সেগুলির রক্ষণাবেক্ষণে নিযুক্ত ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে কথা বলেন। বিশ্ব টয়লেট দিবস থেকে ট্রাঙ্ক রোড এবং ডাক বাংলো উভয় পাবলিক টয়লেটই সম্পূর্ণভাবে কার্যকর করা হয়েছে, যাতে নাগরিকরা পরিষ্কার, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন পরিষেবা পেতে পারেন।

উদ্যোগটি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং সংশ্লিষ্ট সব দলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষিত পাবলিক টয়লেট একটি শহরের নাগরিক শৃঙ্খলার প্রতিফলন। তিনি বলেন, এমন উদ্যোগ সফল করতে শুধু পরিকাঠামো নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান যে, তাঁরা যেন এই সুবিধাগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করেন এবং এসএমসির পরিচ্ছন্নতা অভিযানে সহায়তা করেন।

অনবদ্য সেবার স্বীকৃতিস্বরূপ আয়ুক্ত সিং এই গুরুত্বপূর্ণ জনপরিষেবাগুলির রক্ষণাবেক্ষণে নিয়মিতভাবে অবদান রেখে চলা ব্যক্তিদের সম্মানিত করেন। তিনি বলেন, তাঁদের অবদান ‘স্বচ্ছ শিলচর’-এর চেতনাকে প্রতিফলিত করে এবং যৌথ দায়বদ্ধতার গুরুত্বকে আরও দৃঢ় করে।

সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে টয়লেটগুলিকে রঙিন শোভা ও টাটকা ফুল দিয়ে সাজানো হয়, যা স্যানিটেশন সচেতনতার এক আকর্ষণীয় প্রতীক হয়ে ওঠে। সৃষ্টি টিম আগত দর্শনার্থীদের সঙ্গে সুসংবদ্ধ বার্তা বিনিময় করে তাঁদের পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের অভ্যাস গ্রহণে উৎসাহিত করে এবং শহরের স্যানিটেশন লক্ষ্য পূরণে সহযোগিতার আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *