রতনপুর কলোনির সর্বজনীন বার্ষিক শনিপূজার সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : তাপাং ব্লকের অন্তর্গত বর্ষাঙ্গন জিপির রতনপুর কলোনির বার্ষিক সর্বজনীন শনিপূজার সমাপ্তি ঘটে নানা রকম ধর্মীয় কর্মসূচির মধ্যে দিয়ে। এদিন  পূজা কমিটির উদ্যোগে সকাল থেকে শনি মন্দির প্রাঙ্গনে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে সকাল থেকে শনি বন্দনা, পূজার্চনার মধ্য দিয়ে চলে।প্রখ্যাত জ্যোতিষী ও সমাজকর্মী তথা উক্ত শ্রীশ্রী শনিপূজা পূজা কমিটির সভাপতি সজলকান্তি দাস বলেন, ৩৫ সদস্য বিশিষ্ট শনি মন্দির কমিটিী পক্ষে ৩৫ টি তিল তেলের প্রদীপ জ্বালানো হয় এবং পূজার ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ টি মোমবাতি জ্বালানো হয় মন্দির প্রাঙ্গনে। শনিপূজা মানুষের মনোবল বাড়াতে এবং একজনের মেজাজ উন্নত করতে সাহায্য করে, এইভাবে একজনকে উদ্যমী এবং আত্মবিশ্বাসী বোধ করে। বিশ্বাস করা হয় যে পূজাটি সমস্ত আর্থিক এবং স্বাস্থ্য সমস্যা সমাধান করে একজনের জীবনে স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।

রতনপুর কলোনির সর্বজনীন বার্ষিক শনিপূজার সম্পন্ন

এদিন শনিপূজা পরিচালনায় ছিলেন প্রধান পৌরোহিত্য বিশ্বজিৎ চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন রতনপুর সার্বজনীন শনিপূজা কমিটির সহ-সভাপতি সুখলাল দাস, সাধারণ সম্পাদক সুমেন্দ্রচন্দ্র দাস, সম্পাদক সঞ্জীব দাস, কার্যকরী সদস্য পরিমল দাস ভোলানাথ দাস, জগদীশ দাস, সুকমল দাস, প্রদীপ দাস, সৌরভ দাস, অধীর দাস, বিষ্ণুপদ দাস, অসীম দাস, ভুবন দাস, শ্যামলাল দাস, নীহাররঞ্জন দাস, রামলাল দাস, অভিজিৎ দাস, ধৈদেন্দ্র দাস, রাজন দাস, মিথিন্দ্র দাস, দুলাল দাস, ফণিভূষন দাস,সমরেশ দাস, গৌরচাঁদ দাস, ভুবন দাস, সমরেশ দাস, বাসুদেব দাস প্রমুখ। রাত আটটা থেকে যাত্রাপালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News