মোদির জন্মদিন উপলক্ষে ক্যান্সার হাসপাতালে রক্তদান পূবালীর
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিবস উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সেবা পক্ষকাল অভিযান চলছে। এই অভিযানে সাড়া দিয়ে বৃহস্পতিবার শিলচরের পূবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির চলাকালীন ক্লাবের সদস্যরা এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডাঃ শবনম বাহার বড়ভূইয়া ও সোসাইটির সদস্য কল্যাণ চক্রবর্তী রক্তদান সম্পর্কে বিশদভাবে আলোচনা ও মত বিনিময় করেন। এদিনের রক্তদান শিবিরে মোট চারজন সদস্য ও একজন আমন্ত্রিত হিসাবে রক্তদান করেন। যে সব সদস্যরা রক্তদান করেছেন তারা হলেন পূবালী ক্লাবের সাধারণ সম্পাদক প্রণবকল্যাণ দে, যুগ্ম সম্পাদক নিশীথ চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক নবারুণ চক্রবর্তী, সদস্য জন্মজয় ভট্টাচার্য ও আমন্ত্রিত হিসাবে রিপন রায়।
এদিন প্রত্যেক রক্তদানকারীকে ও সংস্থাকে হাসপাতালের পক্ষ থেকে রক্তদান করার জন্য সংশাপত্র প্রদান করা হয়। অনুরূপভাবে আরও একটি সংশাপত্র কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক রক্তদানকারীকে ভবিষ্যত দেওয়া হবে বলে হাসপাতালের চিকিৎসক ডাঃ শবনম বাহার বড়ভূইয়া জানান। রক্তদান করার জন্য হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক শবনম বাহার বড়ভূইয়া উপস্থিত ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও ক্লাবের পক্ষ থেকে এধরণের সহযোগিতার আহ্বান জানান। শিবিরে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী।