পাথারকান্দির চা-বাগানের নাগরিকদের জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : পাথারকান্দি কেন্দ্রের বিভিন্ন চা-বাগানে জন্য বরাদ্দ হওয়া পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান করা হল। সোমবার পাথারকান্দি হাসপাতালে করিমগঞ্জ জেলা যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমনা নাইডিং, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পাথারকান্দি সমজেলার দায়িত্ব প্রাপ্ত এডিসি মিনার্ভ দেবী, পাথারকান্দি  হাসপাতালের এসডিএমও সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারীকদের সঙ্গে নিয়ে একে একে নিজ নির্বাচনীয় কেন্দ্রর সিপেনজুরি, হাতিখিরা, পুঁথিনী, বুবরিঘাট ও বৈঠাখাল চা বাগানের ম্যানেজারের হাতে আনুষ্ঠানিক ভাবে অ্যম্বুলেন্সগুলোর চাবি তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতেই রাজ্য সরকার কর্তৃক মঞ্জুরীকৃত জরুরী পরিষেবার অ্যাম্বুলেন্স বিতরনের মূল উদ্দেশ্যে তুলে ধরেন করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম হানিফ আহমদ। এরপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এখন থেকে বৃহত্তর এই চা-বাগান সম্প্রদায়ের জন্য এই অ্যাম্বুলেন্স গুলো মুখ্য ভূমিকা নেবে। তিনি জরুরি পরিষেবার এই গাড়িগুলো সঠিক ভাবে রক্ষনাবেক্ষণের জন্য নিজ নিজ বাগান কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

পাথারকান্দির চা-বাগানের নাগরিকদের জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান

পাথারকান্দি হাসপাতালের সামনে থেকে ফ্ল্যাগ অব করে অ্যাম্বুলেন্স পরিসেবার সূচনা করছেন বিধায়ক কৃষ্ণেন্দু পা, জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী ও পাথারকান্দি সমজেলার দায়িত্ব প্রাপ্ত এডিসি মিনার্ভ দেবী সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

পাথারকান্দির চা-বাগানের নাগরিকদের জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স প্রদান

Author

Spread the News