নিখোঁজ গৃহবধূর লাশ গর্ত থেকে উদ্ধার

নিখোঁজ গৃহবধূর লাশ গর্ত থেকে উদ্ধার

সন্দেহ লটারির টাকা 

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : নৃশংস হত্যাকাণ্ড! মাসদিন ধরে নিখোঁজ গৃহবধূর লাশ গর্ত থেকে উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিলাসিপাড়ার টোকরাবন্ধ এলাকায়। টোকরাবন্ধ পাহাড়ের একটি গর্তে রমনা খাতুন নামে এক গৃহবধূর মৃতদেহ পাওয়া যায়। রমনা খাতুন গত মাস থেকে নিখোঁজ ছিলেন। তার বাড়ি দক্ষিণ শালমারার পাঠাকাটা গ্রামে।

সংবাদ সূত্রে জানা যায়, চার বছর আগে টোকরাবন্ধ গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে রমনা খাতুনের বিয়ে হয়েছিল। রমনা গুয়াহাটিতে পরিচারিকার কাজ করতেন। রফিকুলের সঙ্গে প্রেম হয় রমনার। দু’জনের বিয়ে হয়। গুয়াহাটি শান্তিপুরে একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন তাঁরা। তারপর থেকে রফিকুল ইসলাম গুয়াহাটিতে একটি ই-রিক্সা চালাতেন। রফিকুল রমনার চতুর্থ স্বামী।

নিখোঁজ গৃহবধূর লাশ গর্ত থেকে উদ্ধার

কিন্তু কয়েক দিন পর রফিকুল ইসলাম লটারি খেলায় জড়িয়ে পড়েন। তারা মহিলা গ্রুপের মধ্যে লটারি খেলা শুরু করে। দু’জনে  অনেক মহিলার কাছ থেকে হাজার দুই হাজার টাকা আদায় করেন। লটারি খেলে তারা লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিল। রমনা ও রফিকুল সব টাকা নিয়ে পালিয়ে যায়। বিলাসিপাড়ায় আসার পর থেকে রমনা নিখোঁজ ছিল। রমনার মা গুয়াহাটির ভরলুমুখ থানার রফিকুলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মায়ের অভিযোগের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। রফিকুলের বড় ভাই হাবিজুল ইসলামকে এই হত্যার দায়ে আটক করা হয়েছে। পলাতক রফিকুল।

Author

Spread the News