পানীয়জলের হাহাকার ঝাঞ্জারবালিতে, কলসি নিয়ে প্রতিবাদ
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : জলমিত্রদের কর্মবিরতির ফলে সোনাই সহ বিভিন্ন অঞ্চলে পানীয়জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। পাঁচদিন ধরে জল সরবারহ বন্ধ হয়ে যাওয়ায় সোনাইর সাতকরাকান্দি জিপির ঝাঞ্জারবালি এলাকায় জলের হাহাকার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার খালি কলসি নিয়ে ভুক্তভোগীরা প্রতিবাদে নেমে পড়েন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জল প্রকল্প পরিচালন কমিটির সভাপতি এহসান আলি লস্কর ও সম্পাদক আহমদ উল্লাহ বড়ভূইয়া জানান, জল মিত্রদের আন্দোলনের ফলে জল প্রকল্পটি বন্ধ থাকায় এলাকায় তীব্র পানীয়জলের সঙ্কট দেখা দিয়েছে। বর্তমান শুকনোর মরশুমে পুকুর গুলো শুকিয়ে গেছে। সুতরাং পানীয়জলের জন্য বহু কষ্ট করতে হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা চার শতাধিক পরিবারকে। অবিলম্বে যাতে জল মিত্রদের সঙ্গে আলোচনা করে জল প্রকল্পটি চালু করা হয় এই দাবি জানান তাঁরা। তা না হলে এলাকার ভুক্তভোগী জনগণ আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জল প্রকল্প পরিচালন কমিটির সহ-সভাপতি কুতুব আহমেদ বড়ভূইয়া, ফারুক আহমেদ বড়ভূইয়া, আনোয়ারা বেগম লস্কর, আয়েশা বেগম বড়ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য, বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া সহ অন্যান্য দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় গত ৩ জানুয়ারি থেকে চলা জল প্রকল্প গুলোর জল সরবরাহ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন জলমিত্ররা। যার দরুন পানীয়জলের সঙ্কট দেখা দিয়েছে।