হৃদয়ের ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্য, ১১ জানুয়ারি শনিপূজা

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : শিলচর কনকপুর রোডের হৃদয় সামাজিক ও সংস্কৃতিক সংস্থা এ বছর ‘আজীবন সম্মাননা’ দিচ্ছে শহরের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্যকে। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট চারজনকে ‘গুণি সম্মাননা’ প্রদান করবে। মঙ্গলবার হৃদয় এনজিওর কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দু’দিন ব্যাপী ২৯তম বার্ষিক শনিপূজার কর্মসূচি তুলে ধরেন। সংস্থার সভাপতি গুণোজ্যোতি দত্ত জানান, আগামী ১০ ও ১১ জানুয়ারি শুক্র ও শনিবার হৃদয় এনজিও পরিচালিত ২৯তম বার্ষিক শনিপূজা আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারি সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হবে। তারপর থাকছে সংবর্ধনা অনুষ্ঠান, কম্বল, বইপত্র, খাতা কলম, খুদে পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ।

তিনি জানান, এ বছর হৃদয়  ‘আজীবন সম্মাননা’ প্রদান করছে শহরের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্যকে। একই সঙ্গে হৃদয় গুণী চিকিৎসক সম্মাননা প্রদান করা হবে ডাঃ বিজয়লক্ষ্মী দাস চৌধুরীকে। হৃদয় গুণী শিল্পী প্রখ্যাত সানাই বাদক শুক্কুর আলি মজুমদার, হৃদয় গুণী শিক্ষক ২ জন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রতন পাল ও রামানুজ বিদ্যামন্দিরে শিক্ষিকা দেবযানী দেবকে প্রদান করা হবে। এ ছাড়া ‘রক্তদাতা সম্মাননা’ ১৫ জন মহিলাকে দেওয়া হবে।

হৃদয়ের 'আজীবন সম্মাননা' পাচ্ছেন ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্য, ১১ জানুয়ারি শনিপূজা
সাংবাদিক সম্মেলনে হৃদয় এনজিওর কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে থাকবে স্থানীয় শিল্পীদের নৃত্য ও গীত পরিবেশন। এ দিন ১৫০টি কম্বল দুস্থদের মধ্যে বিতরণ করা হবে। শিলচর তথা পার্শ্ববর্তী অঞ্চলের বাংলা মাধামে পড়াশুনা করা বিভিন্ন স্কুল থেকে ৩০ জনকে সাজেশন, খাতা কলম ইত্যাদি দেওয়া হবে। শিলচরের তিনটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হবে।

হৃদয়ের 'আজীবন সম্মাননা' পাচ্ছেন ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্য, ১১ জানুয়ারি শনিপূজা

১১ জানুয়ারি অর্থাৎ শনিবার বার্ষিক শনিপূজা শুরু হবে বিকেল ৫ টা থেকে। সন্ধ্যা ৭ টা থেকে প্রসাদ বিতরণ কর হবে। এবার প্রায় ছয় হাজার মানুষের অন্ন প্রসাদ বিতরণের আয়োজন করছে হৃদয়। প্রতিবারের মতো থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সঙ্গীতানুষ্ঠান করবে শ্রীভূমি জেলার ‘বরাক বাউল ব্যান্ড’। এই দু’দিনের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান তিনি। এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কৃষ্ণকংস বণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল ও সদস্য অনুপম দে।

Author

Spread the News