তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫

৭ জানুয়ারি : নতুন বছরের শুরুতে পরপর ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হল তিব্বত। প্রত্যেক প্রহরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন শতাধিক মানুষ। কনকনে ঠাণ্ডার মাঝে গৃহহীন হাজার হাজার মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। আহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লক্ষ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।

তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫

Author

Spread the News