রোমান স্ক্রিপ্টের দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ, আটক

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ৪৮তম ককবরক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোমান স্ক্রিপ্টকে ককবরক ভাষার সরকারি লিপি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলের আশপাশে একত্রিত হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং মিছিলের অগ্রগতি আটকে দেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। প্রথম পর্যায়ে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। তবে নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভকারীরা রোমান স্ক্রিপ্টের সরকারি স্বীকৃতির প্রশ্নে অবস্থান বদলাতে রাজি হননি। দীর্ঘ সময় ধরে চলা আলোচনার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ কয়েকজন বিক্ষোভকারী ছাত্রছাত্রীকে আটক করে। পরে তাঁদের এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের পরিবেশ কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
ছবি সৌজন্যে Rtv Tripura.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *