রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : সমাজসেবার নামে দুঃস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগ উঠল সমাজকর্মী তথা ডিজায়ার ফর লাইফের প্রধান গীতা পাণ্ডের বিরুদ্ধে। শুধু তা নয়, তিনি সম্প্রতি ফেসবুক লাইভে দাবি করেছেন যে “ন্যায়বিচার দিতে আদালত ও পুলিশ টাকা খায়”—এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার জেলা কমিশনার কার্যালয়ের সামনে ধরনায় বসে তার গ্রেফতারের দাবি জানান বেশ কয়েকজন মহিলা।
বিক্ষোভকারীরা বলেন, “অনেকদিন ধরেই সমাজসেবার নামে ভণ্ডামি করে চলেছেন গীতা পাণ্ডে। তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। দুঃস্থ ও বিপর্যস্ত মহিলাদের পারিবারিক সঙ্কটের সুযোগ নিয়ে তিনি টাকা নিয়েছেন। যখন কেউ প্রতিবাদ করেছেন, তিনি উল্টো পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন।”
গীতা পাণ্ডে ফেসবুক লাইভে আদালত ও পুলিশের বিরুদ্ধে সরাসরি ঘুষের অভিযোগ তোলাকে “আইনব্যবস্থাকে অপমান” বলে মন্তব্য করেছেন প্রতিবাদকারীরা। তারা বলেন, “তিনি যখন দাবি করেছেন আদালত টাকা নেয়, তাকে সেটা প্রমাণ করতেই হবে। না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরা তার সংস্থা ‘ডিজায়ার ফর লাইফ’-এর অফিস বন্ধ করে দেব। পুলিশ ও প্রশাসন সাধারণ মানুষের সুরক্ষার জন্য কাজ করে—একজন ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সেই ব্যবস্থাকে বদনাম করবেন, এটা মেনে নেওয়া যায় না।”
বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানান। তাদের অভিযোগ “একজন ব্যক্তির জন্য শহরের সমাজসেবী সংগঠনগুলোর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা আইনব্যবস্থার ওপর ভরসা করে মানুষের পাশে দাঁড়াই। কিন্তু গীতা পাণ্ডে ও তার সংগঠন মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে তাদের ঠকায়। এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে প্রশাসন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে তার অফিসে তালা ঝুলিয়ে দিক—আজীবনের জন্য—যাতে আর কোনও বিপন্ন মানুষ প্রতারিত না হন।”


