বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : সোনাই অঞ্চলের তরুণ প্রগতিশীল কৃষক জাহেদ আহমদ লস্করকে ‘সমসুর উদ্দিন লস্কর স্মৃতি কৃষি পুরস্কার’ প্রদান করলো হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। সোমবার জাতীয় কৃষক দিবস উপলক্ষে কৃষ্ণপুর জিপির ধামালি গ্রামের ক্ষেতের মাঠে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়। সংস্থার সভাপতি ফখরুল ইসলাম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মিলন উদ্দিন লস্কর। এতে তিনি জানান, প্রতি বছরই সংস্থার পক্ষ থেকে প্রগতিশীল কৃষক ও কৃতি পড়ুয়াদের সম্মাননা প্রদান করা হয়। এবার ক্ষেতের মাঠে এসে কৃষকদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তৈমুর রাজা চৌধুরী এসইউ ফাউন্ডেশনের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশেষ অতিথি কৃষি বিভাগের সোনাইর এডিও খঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভাপতির প্রতিনিধি সাইদুল হক বড়ভূইয়া, লোক গবেষক মাহবুবুল বারী, খোঁজ সংস্থার সম্পাদক সজল লস্কর, পুরস্কারপ্রাপ্ত কৃষকের পিতা মনির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে প্রগতিশীল কৃষক জাহেদ আহমেদ লস্করকে উত্তরীয়, চাদর, শংসাপত্র ও বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করেন অতিথিরা।


