‘লাইফ পাথ’ শীর্ষক কর্মসূচি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং ও প্লেসমেন্ট সেলের উদ্যোগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘লাইফ পাথ’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড. রাকা চৌধুরী গুরুচরণ মহাবিদ্যালয় (বর্তমানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়)-এর উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্রী। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের ড্যানোন নিউট্রিশিয়া-তে একজন ক্লিনিক্যাল স্টাডি রিসার্চার হিসেবে কর্মরত।

অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে রিসোর্স পার্সনকে সংবর্ধনা জানানোর মাধ্যমে‌। এরপর স্বাগত ভাষণ প্রদান করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং ও প্লেসমেন্ট সেলের পরিচালক অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য।

ড. রাকা চৌধুরী তাঁর বক্তৃতায় জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের পথ নিয়ে আলোকপাত করেন, যা তিনি ‘ইকিগাই’ নীতির মাধ্যমে ব্যাখ্যা করেন। উল্লেখ্য, ইকিগাই একটি জাপানি শব্দ, যার অর্থ জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ। তিনি শিক্ষার্থীদের নিজেদের ইকিগাই চিহ্নিত করতে এবং তা অর্জনের পরিকল্পনা ব্যক্ত করতে আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তারা কী কী কাজে যুক্ত এবং কোন বিষয়গুলো তাদের অনুপ্রাণিত করে, সে সম্পর্কেও মত প্রকাশের সুযোগ দেন। ড. চৌধুরী ইকিগাই-এর চারটি মূল নিয়ম শিক্ষার্থীদের উদাহরণসহ ব্যাখ্যা করেন। তিনি সাফল্যের পথে ব্যর্থতার গুরুত্ব, ব্যর্থতাকে কীভাবে ইতিবাচকভাবে গ্রহণ ও মোকাবিলা করা যায় এবং প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার প্রবণতা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পুষ্টিকর খাদ্য, পর্যাপ্ত ঘুম, যোগব্যায়াম ও নিয়মিত ব্যায়ামের গুরুত্বের উপর বিশেষ জোর দেন।

উল্লেখ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, এনএসএস-এর স্বেচ্ছাসেবকবৃন্দরা ও বিভিন্ন বিভাগের পড়ুয়ারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের সহকারী অধ্যাপিকা মনিশা গোস্বামী। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *