কৃষি পণ্যের বিপণনের খসড়া নীতির প্রতিবাদ ভাগা বাজারে

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : কেন্দ্র সরকারের কৃষি পণ্যের বিপণনের জন্য সম্প্রতি খসড়া নীতির তীব্র প্রতিবাদ জানাল সারা ভারত কৃষক সভা। সারা ভারত কৃষক সভা সহ সংযুক্ত কিষান মোর্চার দেশজুড়ে কৃষক বিরোধী এই নয়া নীতির খসড়ার প্রতিকৃতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এর অঙ্গ হিসেবে কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটি  ভাগা বাজারে নয়া নীতির খসড়া জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভে কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়া বলেন, এই খসড়া কর্পোরেটদের কাছে কৃষি পণ্যের ক্রয় করার ক্ষমতা দেওয়া। সরকার বলছে কর্পোরেটরা কৃষকদের কাছ থেকে দরকষাকষি করে ধান কিংবা অন্যান্য ফসল ক্রয় করবে এতে নাকি কৃষকরা লাভবান হবেন। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, কারণ সরকার কৃষকদের দীর্ঘ আন্দোলনের ফলে বাতিল করা তিনটি কৃষক বিরোধী কালো আইন ঘুরপথে কৃষি বাজার ও কৃষি ব্যবস্থাকে দেশি-বিদেশি পুঁজিপতিদের কাছে তুলে দিতে চাইছে। কৃষি বাজার হচ্ছে রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। এই নয়া ব্যবস্থা চালু হলে রাজ্যের ক্ষমতা সরকার কেড়ে নেবে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর এক বড় আঘাত।

তিনি বলেন, রাজ্য সরকারের গঠিত কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ কমিটি আর থাকবে না। দরদাম ঠিক করতে কৃষকরা কর্পোরেটদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাবেন না এতে কৃষকরা মারাত্মক লোকসানের মুখে পড়বেন। রাজ্য সরকার খাদ্য নিগম কিংবা অন্যান্য ক্রয় কেন্দ্র থেকে ধান ও অন্যান্য কৃষি পণ্য ক্রয় করতে পারবেন না। এতে কৃষি বাজার সম্পূর্ণ কর্পোরেটদের কাছে চলে যাবে আর তারা কৃষি ফসল গুদামজাত করে পরে বেশি দামে বাজারে বিক্রি করে বিশাল মুনাফা অর্জন করবেন। যার ফলে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দিল্লির বর্ডার এলাকায় পুনরায় আন্দোলন শুরু করেছেন। পঞ্জাব সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এই নয়া নীতিকে কৃষক বিরোধী আখ্য দিয়ে ও রাজ্য সরকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করার অভিযোগ এনে নয়া নীতিকে প্রত্যাখ্যান করেছে।

কৃষি পণ্যের বিপণনের খসড়া নীতির প্রতিবাদ ভাগা বাজারে
খসড়ার প্রতিকৃতি পুড়াচ্ছেন কৃষক নেতা।

তিনি আরও জানান, আগামী ২৬ জানুয়ারি পঞ্জাবের কৃষকরা ট্র্যাক্টর র‍্যালি বের করা হবে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ও কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি কৃষক তথা সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানান।

কৃষি পণ্যের বিপণনের খসড়া নীতির প্রতিবাদ ভাগা বাজারে

Author

Spread the News