বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : এমজিএনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করল আগরতলা কংগ্রেস। রবিবার কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ প্রদর্শন করে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করলেন কর্মীরা। এ দিন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে জনবিরোধী ও শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকরা রাস্তায় নামেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে বিক্ষোভকারীরা গোটা এলাকা মুখরিত করে তোলেন।
বক্তারা বলেন, মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এমজিএন রেগা কেবল একটি প্রকল্প নয়; এটি গ্রামীণ ভারতের লক্ষ লক্ষ দরিদ্র ও শ্রমজীবী মানুষের জীবিকা ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁদের অভিযোগ, প্রকল্পের নাম পরিবর্তনের মাধ্যমে সরকার ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ মুছে দেওয়ার চেষ্টা করছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, নাম বদলের পরিবর্তে প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দুর্বল করে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে। এমজিএনরেগার নাম পরিবর্তনের সিদ্ধান্ত সেই প্রবণতারই আরেকটি উদাহরণ বলে দাবি করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচি শেষে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। আন্দোলনকারীদের মতে, এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কর্মসূচিকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।


