বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : আগামীকাল শনিবার দু’দিনের সফরে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদi। তাঁর আগমনকে কেন্দ্র করে গুয়াহাটি মহানগরীর ট্রাফিক ব্যবস্থা ও পথনির্দেশনা নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ট্রাফিক ডিসিপি ও গুয়াহাটি মহানগর জেলার জেলা কমিশনার। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুরে প্রধানমন্ত্রী গুয়াহাটিতে পৌঁছাবেন। বিশেষ কোনও কঠোর পথনিষেধ না থাকলেও সাধারণ মানুষকে কিছু নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পাণবাজার ও ফ্যান্সিবাজার এলাকায় যানজটের সম্ভাবনা থাকায় ওই সব পথ ব্যবহার না করার আহ্বান জানিয়েছে মহানগরীর ট্রাফিক বিভাগ।
এছাড়াও শনিবার গুয়াহাটিতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তি উন্মোচন করবেন। এরপর তিনি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে বিমানবন্দর চত্বরে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে প্রশাসনের অনুমান। সেই কারণে বিমানযাত্রীদের আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।
রিভার ফ্রন্ট এলাকার পথ এড়িয়ে চলার পাশাপাশি লখরা ও বরগাঁও অঞ্চলের রাস্তাও ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পানির বোতল ও বড় ব্যাগ সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে। প্যান্ডেলের মধ্যেই পানীয়জলের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে যোগ দিতে গড়ল দিক থেকে আসা যানবাহনকে দ্বিতীয় রোটারি পয়েন্টে থামাতে হবে। পুরনো টার্মিনালের দিক থেকে আগত যানবাহনকে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগে SOS ভিলেজ এলাকায় পার্কিং করতে হবে। শুধুমাত্র অনুমতিপত্রপ্রাপ্ত যানবাহনই বিমানবন্দর চত্বরে প্রবেশের অনুমতি পাবে।
উল্লেখ্য, শনিবার ২০ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে নতুন টার্মিনাল উদ্বোধনের পাশাপাশি গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করবেন তিনি। উদ্বোধনের পর প্রায় ১৫ মিনিট সময় নিয়ে নতুন টার্মিনাল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী গুয়াহাটিতে অবস্থিত রাজ্য বিজেপি কার্যালয়ে যাবেন। এই প্রথমবার প্রধানমন্ত্রী রাজ্য বিজেপি কার্যালয়ে আসছেন। একটি বিশাল রোড শোয়ের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হবে। বিজেপি কার্যালয়ে প্রায় আধা ঘণ্টা সময় কাটাবেন প্রধানমন্ত্রী। ২০ ডিসেম্বর রাত তিনি কইনাধরা এলাকার রাজ্য অতিথিশালায় অবস্থান করবেন।
২১ ডিসেম্বর সকালে সকাল ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অংশ নেবেন। ব্রহ্মপুত্র নদীতে চলমান চরাইদেউ জাহাজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রায় ২৫ থেকে ৩০ জন নির্বাচিত শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বরাগাঁওয়ে শহীদ স্মারক ক্ষেত্রে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখযোগ্যভাবে, শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো প্রথম প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।


