পঞ্চভূতে বিলীন অসমিয়া সংবাদ জগতের পথিকৃৎ, পদ্মশ্রী প্রফুল্ল গোবিন্দ বরুয়ার নশ্বর দেহ, শোক প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : অসমিয়া সংবাদ জগতের অন্যতম পথিকৃৎ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক প্রফুল্ল গোবিন্দ বরুয়ার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হল। গুয়াহাটির নবগ্রহ শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত সাংবাদিকের জ্যেষ্ঠ কন্যা ববিতা রাজখোয়া মুখাগ্নি করেন।

নবগ্রহ শ্মশানে আসু সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পতাকা অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এই সময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন অসম সরকারের মন্ত্রী অজন্তা নেওগ। জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকার পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জানানো হয়।

রবিবার রাতে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ৯৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রফুল্ল গোবিন্দ বরুয়া। সোমবার হাসপাতাল থেকে সরাসরি তাঁর চাঁদমারিস্থিত বাসভবনে নশ্বর দেহ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ‘দ্য আসাম ট্রিবিউন’-এর কার্যালয়েও নশ্বর দেহ নিয়ে যাওয়া হয়, যেখানে সহকর্মী ও গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রফুল্ল গোবিন্দ বরুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ জগতে প্রবীণ সাংবাদিকের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রফুল্ল গোবিন্দ বরুয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন। ‘এক্স’ হ্যান্ডেলে অসমিয়া ভাষায় লেখা শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “অসমের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলতেও তিনি সদা উদ্যোগী ছিলেন।” প্রয়াত সাংবাদিকের পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক প্রফুল্ল গোবিন্দ বরুয়া ‘দ্য আসাম ট্রিবিউন’-এর সম্পাদক ছিলেন। রবিবার রাত ৯টা ৩০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন কিংবদন্তি রাধাগোবিন্দ বরুয়ার সুযোগ্য সন্তান এবং আসাম ট্রিবিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২০১৮ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। রবিবার রাতেই মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *