বাংলার উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর
২ মার্চ : লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলা প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দু’দিনের বঙ্গ সফরে এসেছেন তিনি। শুক্রবার আরামবাগের পর শনিবার কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের অনুষ্ঠানে উন্নয়ন ও কর্মসংস্থানের কথা শোনা গেল মোদির মুখে। বাংলার উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, ‘পশ্চিমবঙ্গ আমাদের দেশের কয়েকটি রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল পশ্চিমবঙ্গের গৌরবের একটি অধ্যায়। কিন্তু ইতিহাসে বাংলা যা অর্জন করেছিল, স্বাধীনতার পর বাংলা আর সে রকম এগোয়নি। অনেক সম্ভাবনা থাকলেও বাংলা পিছিয়ে পড়তে থাকে। গত ১০ বছরে আমরা ওই ব্যবধানকে মেটানোর জন্য রেলের আধুনিকীকরণে বেশি করে জোর দিয়েছি।’ পাশাপাশি বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে বাংলা আত্মনির্ভর হয়ে উঠবে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শুক্রবার সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন সরকারি কর্মসূচির পর আরামবাগে (Arambag) জনসভা শুরু করেন তিনি। রাজ্যে এসেই তৃণমূলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। তারকেশ্বরের মহাদেবের নামে জয়ধ্বনি দিয়ে ভাষণ শুরু করেন মোদি। বাংলায় সম্বোধন করেন রাজ্যবাসীকে।