বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও শ্রদ্ধা ও ধর্মীয় ভক্তিভাবে পালিত হতে চলেছে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে যোগাচার্য পরমহংস ১০৮ স্বামী জ্যোতিশ্বরানন্দগিরি মহারাজের ১১৭তম শুভ আবির্ভাব তিথি। ধর্মীয় আচার-অনুষ্ঠান, সঙ্গীত ও ভক্তিমূলক অনুষ্ঠানে ভরপুর থাকবে এই বার্ষিক উৎসব। অনুষ্ঠান সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর ব্রহ্মমুহূর্তে অনুষ্ঠিত হবে মঙ্গলারতি। এর পরেই শুরু হবে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সঙ্গীতানুষ্ঠান, চণ্ডীপাঠ এবং অন্যান্য বৈদিক কর্মসূচি। দুপুরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ১১৭টি প্রদীপ প্রজ্জ্বলন ও উপাসনা পর্ব। পরিশেষে শান্তিবাণী পাঠের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করবেন গীতাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী মহানন্দগিরি মহারাজ। তিনি সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদলাভ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
শিলডুবি গীতাশ্রমে যোগাচার্য স্বামী জ্যোতিশ্বরানন্দগিরি মহারাজের আবির্ভাব তিথি পালনের প্রস্তুতি


